নিউইয়র্ক যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট; সাফল্য কামনা করলেন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i113402-নিউইয়র্ক_যাচ্ছেন_ইরানের_প্রেসিডেন্ট_সাফল্য_কামনা_করলেন_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামীকাল (সোমবার) নিউইয়র্ক যাচ্ছেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৭:২০ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা (বামে) ও প্রেসিডেন্ট (ডানে)
    সর্বোচ্চ নেতা (বামে) ও প্রেসিডেন্ট (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামীকাল (সোমবার) নিউইয়র্ক যাচ্ছেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট নিউ ইয়র্ক সফরকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের কয়েক জন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, নিউইয়র্ক সফরের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন প্রেসিডেন্ট রায়িসি। উজবেকিস্তান থেকে ফেরার পর তিনি সর্বোচ্চ নেতার কাছে গেলেন।

সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে তিনি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও'র শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক এবং বিভিন্ন চুক্তি সইয়ের বিষয়ে প্রতিবেদন পেশ করেছেন। একই সঙ্গে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ এবং এ সংক্রান্ত পরিকল্পনা নিয়েও সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলেছেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রেসিডেন্টের প্রতিবেদন ও গৃহীত নানা পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর নিউইয়র্ক সফরের সাফল্য কামনা করেন।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।