শত্রুরা সহিংসতার জন্য অজুহাতের অপেক্ষায় ছিল: আয়াতুল্লাহ খাতামি
-
আহমাদ খাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজের খতিব ও প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইসলাম ও ইরানের শত্রুরা সব সময় নানা ইস্যুকে অজুহাত করে দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে দিতে চায়।
পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়া ইরানি নারী মাহসা আমিনির মৃত্যুকে দুঃখজনক হিসেবে অভিহিত করে বলেন, একজন স্বদেশীর মৃত্যু দুঃখজনক। এ জন্য তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদেরকে কষ্ট সহ্য করার তৌফিক দান করুন।
আহমাদ খাতামি আরও বলেন, দেশের সব বিভাগ এ বিষয়টি দেখছে। প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান, সংসদ স্পিকারসহ সবাই এই বিষয়টি সঠিকভাবে দেখভাল করছেন। তাদের ওপর জনগণের বিশ্বাস রয়েছে। এ সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য ও ফলাফল জনগণকে জানানো হবে।
এরপর তিনি এই ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে নাশকতা ও সহিংসতা ছড়ানোর নিন্দা জানিয়ে বলেন, বহু দিন ধরেই জনগণের শত্রুরা বিশৃঙ্খলা ও হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করে আসছিল। তারা সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু সুযোগ পাচ্ছিল না। এবার এই ঘটনাকে সামনে পেয়ে এখন এটাকে অপব্যবহার করছে। #
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।