আমেরিকার নিষেধাজ্ঞার ভাইরাস বন্ধু দেশগুলোকে আক্রান্ত করেছে: ইরান
(last modified Sat, 22 Oct 2022 00:31:11 GMT )
অক্টোবর ২২, ২০২২ ০৬:৩১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইরানের কয়েকটি গণমাধ্যমের ওপর কানাডা সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এর মাধ্যমে পশ্চিমারা বাক স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার যে দাবি করে তার অসারতা প্রমাণিত হয়েছে।

কানাডা সরকার বুধবার ইরানের ছয় ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, কানাডার এবারের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, ইরানের দৈনিক কেইহান, বার্তা সংস্থা তাসনিম, নূর নিউজ ও ফার্স, আইআরআইবির বর্তমান ও সাবেক প্রধানগণ এবং আইআরআইবির একজন রিপোর্টার।  

কানাডা সরকারের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে কানয়ানি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের ভাইরাস এখন এটির বন্ধু দেশগুলোকে আক্রান্ত করেছে।

তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে আরো লিখেছেন, কানাডা এই প্রথম ইরানের গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি বরং এর আগে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিও নিষিদ্ধ করেছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।