লক্ষ্য কৌশলগত সহযোগিতা: নতুন ৪ চুক্তিতে সই করল ইরান ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i115314-লক্ষ্য_কৌশলগত_সহযোগিতা_নতুন_৪_চুক্তিতে_সই_করল_ইরান_ও_রাশিয়া
জ্বালানী ও অর্থনৈতিক খাতে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান ও রাশিয়া চারটি নতুন সহযোগিতা চুক্তিতে সই করেছে। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’ মঙ্গলবার এক খবরে ওই চুক্তির কথা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০২, ২০২২ ০৮:১১ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এবং রুশ উপ প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক  চুক্তিতে সই করন
    ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এবং রুশ উপ প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক চুক্তিতে সই করন

জ্বালানী ও অর্থনৈতিক খাতে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান ও রাশিয়া চারটি নতুন সহযোগিতা চুক্তিতে সই করেছে। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’ মঙ্গলবার এক খবরে ওই চুক্তির কথা জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এবং রুশ উপ প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এ চুক্তিতে সই করেছেন। দু’দেশের মধ্যে একট দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে ইরান-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জাওয়াদ ওউজি এবং আলেক্সান্ডার নোভাক। ওই কমিশনের ১৬তম বৈঠকে অংশ নিতে ইরানের তেলমন্ত্রী বর্তমানে মস্কো সফরে রয়েছেন এবং তার এ সফরে দ্বিপক্ষীয় ওই চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বার্তা সংস্থা শানায় প্রকাশিত খবরে বলা হয়েছে, মস্কোয় দুই মন্ত্রীর মধ্যে মঙ্গলবারের বৈঠকে আরো তিনটি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। রাজধানী তেহরানের সঙ্গে ইরানের উত্তরাঞ্চলের রেল সংযোগ স্থাপনের কাজ ত্বরান্বিত করতে একটি প্রকল্পে রুশ ঋণ গ্রহণের ব্যাপারে একটি সমঝোতা স্মরকও চূড়ান্ত হয়েছে।

ওউজি ও নোভাক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন, এসব চুক্তি প্রমাণ করে ইরান ও রাশিয়া তাদের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।