গৃহস্থালি সামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি: অর্থ মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i116572-গৃহস্থালি_সামগ্রী_আমদানির_ওপর_নিষেধাজ্ঞা_শিথিল_করা_হয়নি_অর্থ_মন্ত্রণালয়
২০১৮ সালে গৃহস্থালি সামগ্রী আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার খবর নাকচ করে দিয়েছে ইরানের অর্থ মন্ত্রণালয়। এটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ওই নিষেধাজ্ঞার ব্যাপারে নতুন কোনো নির্দেশনা জারি করা হয়নি যদিও তেহরান থেকে প্রকাশিত একটি পত্রিকা তেমনই আভাস দিয়েছে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
নভেম্বর ৩০, ২০২২ ১০:২৫ Asia/Dhaka
  • গৃহস্থালি সামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি: অর্থ মন্ত্রণালয়

২০১৮ সালে গৃহস্থালি সামগ্রী আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার খবর নাকচ করে দিয়েছে ইরানের অর্থ মন্ত্রণালয়। এটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ওই নিষেধাজ্ঞার ব্যাপারে নতুন কোনো নির্দেশনা জারি করা হয়নি যদিও তেহরান থেকে প্রকাশিত একটি পত্রিকা তেমনই আভাস দিয়েছে।

ইরানের অভ্যন্তরীণ যেকোনো ইস্যু নিয়ে তেহরানের পত্রিকায় প্রকাশিত যেকোনো খবরকে আন্তর্জাতিক গণমাধ্যম লুফে নেয়। এজন্য গৃহস্থালি সামগ্রীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরের ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, তবে সীমান্ত এলাকাগুলোতে বসবাসরত জনগণকে তাদের স্থানীয় অর্থনীতি চাঙ্গা করার জন্য সীমিত পর্যায়ে কিছু গৃহস্থালি সামগ্রী আমদানি করার অনুমতি দেয়া হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ায় উৎপাদিত কোনো সামগ্রী এই সুবিধার আওতায় পড়বে না।

ইরানের অভ্যন্তরে উৎপাদিত গৃহস্থালি সামগ্রী আন্তর্জাতিক মানের হলেও বিদেশ থেকে আমদানি করা পণ্য সহজলভ্য হওয়ায় দেশীয় কোম্পানিগুলো সুবিধা করে উঠতে পারছিল না। এ অবস্থায় দেশীয় পণ্য ব্যবহার উৎসাহিত করার জন্য ২০১৮ সালে বিদেশি গৃহস্থালি পণ্য আমদানি নিষিদ্ধ করে ইরানের অর্থ মন্ত্রণালয়। পরবর্তীতে মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত তুলে দক্ষিণ কোরিয়া ইরানের কাছ থেকে তেল কেনা বাবদ ৭০০ কোটি ডলার আটকে দিলে ওই দেশের পণ্য আমদানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩০