ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i117340-ইউরেনিয়াম_সমৃদ্ধকরণ_আনুষ্ঠানিকভাবে_শতকরা_৬০_মাত্রায়_পৌঁছেছে_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে। তিনি আরো বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরে ইরানের সংসদে পাস হওয়া একটি আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২২ ১০:৪১ Asia/Dhaka
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে: মুখপাত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে। তিনি আরো বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরে ইরানের সংসদে পাস হওয়া একটি আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি গতকাল (শনিবার) তেহরানে ইরানের একদল সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে বলেন, সংসদে পাস করা আইনটি দেশের জন্য ভালো অবস্থান সৃষ্টি করেছে এবং ওই আইন অনুযায়ী, আজ আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্র শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে।

ইরানের এই কর্মকর্তা বলেন, পরমাণু কর্মসূচিতে বিরতিহীন গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার দেশ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র সেন্ট্রিফিউজের নতুন জেনারেশন তৈরির কাজও ‘সর্বোত্তম উপায়ে’ চলছে বলে তিনি জানান।

আমেরিকা ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে ছাড়াই ওই সমঝোতা বাস্তবায়নের আশ্বাস দিয়েও ব্যর্থ হয়। এ অবস্থায় ইরানের পার্লামেন্ট ২০২০ সালের ডিসেম্বর মাসে এক আইন পাস করে সরকারকে তার কর্তব্য নির্ধারণ করে দেয়।

ওই আইনে বলা হয়, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ’র পরিদর্শন সীমিত করে দিতে হবে।সেইসঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বেধে দেয়া মাত্রা আর মেনে চলা যাবে না বরং এই মাত্রা যথাসম্ভব বাড়িয়ে দিতে হবে। ওই সমঝোতায় ইরানকে চারের চেয়ে কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বলা হয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।