ড্রোন নির্মাণ শিল্পে ইরান শীর্ষ ৫ দেশের অন্যতম: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i117636-ড্রোন_নির্মাণ_শিল্পে_ইরান_শীর্ষ_৫_দেশের_অন্যতম_জেনারেল_বাকেরি
ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারমান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণ শিল্পে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে। তিনি আরো বলেছেন, ইরানি ড্রোন এখন অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার বহু মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২২ ১০:৫৬ Asia/Dhaka
  • জেনারেল বাকেরি
    জেনারেল বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারমান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণ শিল্পে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে। তিনি আরো বলেছেন, ইরানি ড্রোন এখন অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার বহু মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে।

ইরানের সেনাপ্রধান গতকাল (রোববার) তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান তার ড্রোন সক্ষমতা আরো শক্তিশালী করার এবং ড্রোন শিল্পে সমৃদ্ধ অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

ড্রোন শিল্পে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউক্রেনে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে কোনো ড্রোন দেয়নি বলে আবারও উল্লেখ করেন জেনারেল বাকেরি। তিনি বলেন, এ ধরনের অভিযোগ শত্রুর ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ মাত্র। রাশিয়াকে ইরানি ড্রোন হস্তান্তরের খবরটি পুরোপুরি মিথ্যাচার হলেও শত্রুরা এই প্রচারণা যুদ্ধে ইরানের ড্রোন শক্তিকে স্বীকার করে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ সর্বপ্রথম উত্থাপন করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।তিনি গত জুলাই মাসে এক বক্তব্যে বলেন, তিনি গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন ইউক্রেনে হামলার কাজে ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে কয়েকশ’ ড্রোন হস্তান্তর করেছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বেশ কয়েকজন পশ্চিমা কর্মকর্তা ইরানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। তবে তেহরান ও মস্কো শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।