জেনারেল সুলাইমানি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী ও টিকে থাকার কৌশল শিখিয়েছেন
https://parstoday.ir/bn/news/iran-i117916-জেনারেল_সুলাইমানি_প্রতিরোধ_ফ্রন্টকে_শক্তিশালী_ও_টিকে_থাকার_কৌশল_শিখিয়েছেন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শহীদ জেনারেল কাসেম সুলাইমানি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী, অস্ত্রসজ্জিত এবং ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে টিকে থাকার কৌশল শিখিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ০১, ২০২৩ ১৯:৫৮ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শহীদ জেনারেল কাসেম সুলাইমানি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী, অস্ত্রসজ্জিত এবং ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে টিকে থাকার কৌশল শিখিয়েছেন।

জেনারেল সুলামানির স্বজন ও তার স্মরণসভা কমিটির সঙ্গে বৈঠকের সময় সর্বোচ্চ নেতা আজ (রোববার) একথা বলেন। ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সুলামানিকে শহীদ করে। ওই হামলায় তার সঙ্গে আরও শহীদ হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস।

সর্বোচ্চ নেতা বলেন, প্রতিরোধ ফ্রন্টগুলোর মধ্যে যে চমৎকার নতুন স্পিরিট তৈরি হয়েছিল তা জেনারেল সুলাইমানিরই অবদান। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনিদের যে উন্নতি হয়েছে এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেনে প্রতিরোধ ফ্রন্টগুলোর যে অর্জন তার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সময় জেনারেল সুলাইমানি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি এইসব ক্ষেত্রে তা প্রয়োগ করেছেন। জেনারেল সুলাইমানি তার সহযোদ্ধাদেরকে নিজ নিজ দেশের অভ্যন্তরীণ সক্ষমতার ওপর ভিত্তি করে প্রতিরোধ লড়াই জোরদার করার পরামর্শ দিতেন।

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের জন্য জেনারেল সুলাইমানের কৃতিত্বের প্রশংসা করে সর্বোচ্চ নেতা বলেন, এই পরীক্ষায়ও জেনারেল সুলাইমানি অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হন।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।