চোরাবালিতে দাপাদাপি না করতে নেতানিয়াহুকে আইআরজিসির উপ-কমান্ডারের পরামর্শ
https://parstoday.ir/bn/news/iran-i118078
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপ-কমান্ডার জেনারেল আব্বাস নিলফুরুশান বলেছেন, দখলদার ইসরাইলের অস্তিত্ব বিলীন না হওয়া পর্যন্ত ইরানি জাতি থামবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৩ ২২:১৫ Asia/Dhaka
  • আব্বাস নিলফুরুশান
    আব্বাস নিলফুরুশান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপ-কমান্ডার জেনারেল আব্বাস নিলফুরুশান বলেছেন, দখলদার ইসরাইলের অস্তিত্ব বিলীন না হওয়া পর্যন্ত ইরানি জাতি থামবে না।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, 'তুমি চোরাবালিতে দাপাদাপি করো না। ইসলামি বিপ্লবের ভূমিকম্প পরবর্তী কম্পনগুলো তেল আবিবের অলিগলির কাছাকাছি পৌঁছে গেছে। এখন তুমি যত বেশি দাপাদাপি করবে তত বেশি চোরাবালিতে ডুবে যাবে।'

আইআরজিসি'র এই কমান্ডার সব ধরণের ষড়যন্ত্র বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

নেতানিয়াহুর বর্তমান উগ্রবাদী সরকার দখলদার ইসরাইলের পতনের লক্ষণ বলে তিনি মন্তব্য করেন। 

গত ২৯ ডিসেম্বর বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছে, ইসরাইলের ধ্বংস ঠেকানোই তার সরকারের প্রধান কাজ। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের ইতিহাসের সবচেয়ে উগ্র সরকার গঠন করেছে নেতানিয়াহু।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।