নামাজ সম্মেলন শুরু; ইরানের সর্বোচ্চ নেতা বললেন নামাজ সমাজকেও সমৃদ্ধ করে
https://parstoday.ir/bn/news/iran-i118946-নামাজ_সম্মেলন_শুরু_ইরানের_সর্বোচ্চ_নেতা_বললেন_নামাজ_সমাজকেও_সমৃদ্ধ_করে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আল্লাহকে স্মরণের পরিপূর্ণ প্রকাশ ঘটে নামাজে। এই নামাজ মানুষের হৃদয় ও আত্মাকে মুক্ত করে এবং সমাজকে সমৃদ্ধ করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৩ ১৯:৫২ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আল্লাহকে স্মরণের পরিপূর্ণ প্রকাশ ঘটে নামাজে। এই নামাজ মানুষের হৃদয় ও আত্মাকে মুক্ত করে এবং সমাজকে সমৃদ্ধ করে।

তিনি ইরানে ২৯তম জাতীয় নামাজ সম্মেলনে দেওয়া এক বার্তায় এ কথা বলেন। ইরানের রাজধানী তেহরানে আজ (বৃহস্পতিবার) জাতীয় নামাজ সম্মেলন শুরু হয়েছে।

নামাজ সম্মেলন

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার বার্তায় আরও বলেছেন, নামাজের মাধ্যমে একটি সুখী সমাজের মৌলিক বন্ধনগুলো দৃঢ় হয়। জামাতের নামাজের লাইনগুলো সামাজিক তৎপরতার মধ্যে অবিচ্ছিন্ন সংযোগ স্থাপন করে। মসজিদগুলোর উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ সামাজিক ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলোকে সমৃদ্ধ করে তোলে।

সর্বোচ্চ নেতা বলেন, প্রত্যেকেই তার অবস্থা অনুযায়ী নামাজ থেকে উপকৃত হয়। তবে এ ক্ষেত্রে কিশোর ও তরুণরা বেশি অগ্রগামী। তারা আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে পড়া নামাজ থেকে বেশি উপকৃত হন।  

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।