পরমাণু বিষয়ে আইএইএ'র ‘অপেশাদার’ আচরণে ইরানের হুঁশিয়ারি         
(last modified Sun, 05 Feb 2023 04:10:54 GMT )
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১০:১০ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি
    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি তার দেশের পরমাণু তৎপরতা নিয়ে ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য’ আচরণের ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছেন।

 তিনি বলেছেন, এ ধরনের আচরণের ফলে গ্রোসির পাশাপাশি আইএইএ’র সুনাম ক্ষুণ্ন হবে। গতকাল আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।

তিনি ইরানের ‘ফোরদো’ পরমাণু স্থাপনা সম্পর্কে আইএইএ’র সর্বসাম্প্রতিক প্রতিবেদনের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেন, আইএইএ’র পরিদর্শকরা ফোরদো পরিদর্শন শেষে এই স্থাপনার কার্যক্রম সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয়।

আইএইএ গত বুধবার অভিযোগ করেছে, ইরান ফোরদো পরমাণু স্থাপনায় শতকরা ৬০ ভাগ পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম উন্নত সেন্ট্রিফিউজের দুটি ক্লাস্টারের মধ্যে আন্তঃসংযোগে একটি অঘোষিত পরিবর্তন এনেছে। আইএইএ দাবি করেছে, এই পরিবর্তনের বিষয়টি আগেভাগে সংস্থাটিকে জানানো উচিত ছিল।

এ সম্পর্কে মোহাম্মাদ ইসলামি বলেন, রাফায়েল গ্রোসি কারিগরি ইস্যু বাদ দিয়ে ইরানের ব্যাপারে রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন এবং তার নির্দেশে আইএইএর’ পরিদর্শকরা ইরানের ফোরদো স্থাপনা সম্পর্কে ভুল প্রতিবেদন জমা দিয়েছেন।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, আইএইএ’র আনুষ্ঠানিক বৈঠকের আগেই গ্রোসি বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে অপেশাদার ও অগ্রণযোগ্য আচরণ করেছেন যা দুঃখজনক। এ ধরনের আচরণ তার ও আইএইএ’র গ্রহণযোগ্যতা ও সুনামকে প্রশ্নবিদ্ধ করবে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।