অধিকৃত ফিলিস্তন ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্নদিকে সরানোর চেষ্টা চালাচ্ছে ইসরাইল: সাফি
(last modified Mon, 10 Apr 2023 10:10:56 GMT )
এপ্রিল ১০, ২০২৩ ১৬:১০ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যু থেকে জনসাধারণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর চেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। নাসের কানয়ানি চাফি বলেন: মুসলিম দেশগুলোর দায়িত্ব হলো ইসরাইলকে সেই সুযোগ কাজে লাগাতে না দেওয়া।

নাসের কানয়ানি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরান প্রেসের সাংবাদিকের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে সাম্প্রতিক অস্থিরতা সম্পর্কে তিনি বলেন: ফিলিস্তিনি জনগণের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এখন খুবই প্রয়োজন।

কানয়ানি বলেন:ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।  রাজনৈতিকভাবে যেমন তারা ভূমিকা রাখতে পারে তেমনি আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের অধিকার সমর্থন  করার মাধ্যমেও মুসলিম দেশগুলো নির্ণায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন:  ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব এ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি। ইসরাইলের দখলদারিত্ব নীতির মোকাবিলা করার ক্ষেত্রেও মুসলিম দেশগুলোর দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চাফি বলেন: এই অঞ্চলের সকল দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়েছে যে ইসরাইল তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে অগ্রণি ভূমিকায় রয়েছে ফিলিস্তিন।  তাই ফিলিস্তিনকে সমর্থন করার মানে একটি মজলুম জাতির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এ অঞ্চলে ইসরাইলের সুসংগঠিত সন্ত্রাসবাদ রপ্তানি রোধ করাসহ বর্ণবাদী এই অবৈধ দেশটির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করার ক্ষেত্রে এটাই হবে দূরদর্শি পদক্ষেপ।

অধিকৃত ভূখণ্ডে দখলদার ইসরাইলের চলমান অপরাধযজ্ঞ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক দিনগুলোতে মুসলিম দেশগুলোর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই টেলিফোনের কথা উল্লেখ করে কানয়ানি বলেন: ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি'র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অধিকৃত ভূখণ্ডের সংকট সমাধানে ওআইসি'র জরুরি বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন জনাব কানয়ানি।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ