ভারতে ট্রেন দুর্ঘটনায় ইরানের শোক ও সমবেদনা
https://parstoday.ir/bn/news/iran-i123974-ভারতে_ট্রেন_দুর্ঘটনায়_ইরানের_শোক_ও_সমবেদনা
ভারতের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৩, ২০২৩ ১৮:৪৭ Asia/Dhaka
  • ভারতে ট্রেন দুর্ঘটনায় ইরানের শোক ও সমবেদনা

ভারতের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আজ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, আমরা ভারতের জনগণ, সরকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।  

নাসের কানয়নি

 

গতকাল শুক্রবার তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট ওই দুর্ঘটনায় প্রায় তিনশ' জন নিহত এবং ৯০০ জনের বেশি আহত হয়েছেন।

চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এটির সংলগ্ন ট্র্যাকের একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে করোমন্ডেল এক্সপ্রেসের পেছনের বগি তৃতীয় ট্র্যাকে চলে যায়।

তৃতীয় ট্র্যাকে বিপরীত দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।