মহররম পালনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার দৃষ্টিনন্দন বাজার তেহরানে (গুরুত্বপূর্ণ ছবি)
https://parstoday.ir/bn/news/iran-i125708-মহররম_পালনের_জন্য_প্রয়োজনীয়_জিনিসপত্র_কেনাকাটার_দৃষ্টিনন্দন_বাজার_তেহরানে_(গুরুত্বপূর্ণ_ছবি)
মহররম এলেই তেহরানের বড় বাজারের বিশেষ স্থান সরগরম হয়ে ওঠে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৮, ২০২৩ ২০:১৮ Asia/Dhaka
  • মহররম পালনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার  দৃষ্টিনন্দন বাজার তেহরানে (গুরুত্বপূর্ণ ছবি)

মহররম এলেই তেহরানের বড় বাজারের বিশেষ স্থান সরগরম হয়ে ওঠে।

বাজারের এই অংশে মহররম পালনের জন্য ব্যবহৃত জিনিসপত্রের বিশাল বিক্রয়কেন্দ্র রয়েছে। আশুরা বিষয়ক বিভিন্ন লেখা সমৃদ্ধ ব্যানার, কালো কাপড়, শোক র‍্যলির জিনিসপত্রসহ আনুষাঙ্গিক বিভিন্ন রকমের দ্রব এখানে পাওয়া যায়। আশুরা পালনের জন্য এটি তেহরানের খুবই সমৃদ্ধ একটি বাজার। বিস্তারিত দেখুন ছবিতে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।