ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে শোকানুষ্ঠান
https://parstoday.ir/bn/news/iran-i126068-ইরানের_সর্বোচ্চ_নেতার_উপস্থিতিতে_শোকানুষ্ঠান
মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাৎ দিবসকে সামনে রেখে গতরাতেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে শোকানুষ্ঠান পালিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৭, ২০২৩ ১৭:১০ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাৎ দিবসকে সামনে রেখে গতরাতেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে শোকানুষ্ঠান পালিত হয়েছে।

তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে আয়োজিত এই শোকানুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার কিছু মানুষ অংশগ্রহণের সুযোগ পান। সেখানে কুরআন তেলাওয়াতের পাশাপাশি শোকগাথা পড়া হয়। শোকগাথা পড়ে শোনান মেইসাম মুতিয়ি।

 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত ধর্মীয় বক্তা হুজ্জাতুল ইসলাম অলি গতরাতের শোকানুষ্ঠানে বক্তব্য রেখেছেন। তিনি দূরদৃষ্টি এবং বর্তমান সময়ে মুসলমানদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। এ সময় সর্বোচ্চ নেতা অন্যদের মতো এসব আলোচনায় অংশ নেন এবং শোক প্রকাশ করেন।

আগামীকাল ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে কারবালায় ইমাম হোসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতের বার্ষিকী পালিত হবে।

গত নয় দিন ধরে এই উপলক্ষে নানা শোকানুষ্ঠান পালিত হচ্ছে ইরানে।#  

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।