পশ্চিম এশিয়ার সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর ইরানের: অ্যাভিয়েশন কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর এভিয়েশন ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার ইউসুফ কুরবানি বলেছেন- তাদের কাছে রয়েছে পশ্চিম এশিয়ার সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর এবং এটি অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামে সমৃদ্ধ।
তিনি আরও বলেছেন, সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো সীমান্ত পাহারার পাশাপাশি যেকোনো ধরণের লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।
ইউসুফ কুরবানি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেনাবাহিনী ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে এবং এ ধরণের উন্নত হেলিকপ্টার বহর গড়ে তুলতে পেরেছে।
এভিয়েশন কমান্ডার বলেন, ইরান এখন সমরাস্ত্র নির্মাণে স্বনির্ভর এবং ইরানি হেলিকপ্টারগুলোতে উন্নতমানের ক্ষেপণাস্ত্র ও নাইট ভিশন ক্যামেরা যুক্ত করা হয়েছে।
ইরান প্রথম থেকেই বলে আসছে আত্মরক্ষার্থে ক্ষেপণাস্ত্র শক্তিসহ সব ধরণের সামরিক সক্ষমতা জোরদার অব্যাহত রাখবে এবং প্রতিরক্ষা ইস্যুতে কোনো ছাড় দেবে না।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।