ইরানে অভ্যন্তরীণ গম উৎপাদন স্পর্শ করল এক কোটি টনের মাইলফলক
https://parstoday.ir/bn/news/iran-i127176-ইরানে_অভ্যন্তরীণ_গম_উৎপাদন_স্পর্শ_করল_এক_কোটি_টনের_মাইলফলক
ইরানে গম উৎপাদনের পরিমাণ এক কোটি (১০ মিলিয়ন) মেট্রিক টনের মাইলফলক স্পর্শ করেছে। দেশের কৃষি মন্ত্রণালয় ও সরকারি ট্রেডিং কর্পোরেশন বা জিটিসি জানিয়েছে, চলতি বছর কৃষকরা অভ্যন্তরীণ বাজারে ১০ মিলিয়ন মেট্রিক টন গম বিক্রি করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৩, ২০২৩ ০৯:৩৭ Asia/Dhaka
  • ইরানে অভ্যন্তরীণ গম উৎপাদন স্পর্শ করল এক কোটি টনের মাইলফলক

ইরানে গম উৎপাদনের পরিমাণ এক কোটি (১০ মিলিয়ন) মেট্রিক টনের মাইলফলক স্পর্শ করেছে। দেশের কৃষি মন্ত্রণালয় ও সরকারি ট্রেডিং কর্পোরেশন বা জিটিসি জানিয়েছে, চলতি বছর কৃষকরা অভ্যন্তরীণ বাজারে ১০ মিলিয়ন মেট্রিক টন গম বিক্রি করেছেন।

গত এপ্রিলে গম সংগ্রহ করার মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত অভ্যন্তরীণভাবে গম কেনার পরিমাণ আগের বছরের তুলনায় ৪৩% বেড়ে গেছে।  জিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও কৃষি উপমন্ত্রী সাঈদ রাদ বলেছেন, চলতি বছর ইরানের অভ্যন্তরীণ বাজারে ১,৫০০ ট্রিলিয়ন রিয়াল বা ৩০০ কোটি ডলারের গম বিক্রি হয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী গমের সরবরাহ কমে যাবে এবং এর ফলে এই শস্যের দাম নাগালের বাইরে চলে যাবে এমন একটি আশঙ্কা থেকে চলতি বছরের শুরুতে সরকার অভ্যন্তরীণভাবে উৎপাদিত গমের দাম বাড়িয়ে দেয়।এর ফলে কৃষকরা গমের চাষ বাড়াতে উৎসাহিত হয় যার কারণে গম উৎপাদনে রেকর্ড সৃষ্টি হলো।

গমের দাম বৃদ্ধির আরেকটি উদ্দেশ্য ছিল বিগত বছরগুলিতে মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত দেশীয় কৃষকদের ক্ষতিপূরণে সহায়তা করা।সাঈদ রাদ বলেন, এরইমধ্যে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা অর্ধেকের বেশি গমের দাম পরিশোধ করেছে সরকার।

চলতি বছর কৃষকদের কাছ থেকে প্রতি কেজি গম ১৫০,০০০ রিয়াল বা ০.৩ ডলারে ক্রয় করেছে সরকার। অথচ বিগত বছরগুলোতে কেজিপ্রতি ১১০,০০০ রিয়ালে গম আমদানি করা হতো। গমের অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে যাওয়ায় এই খাতে আমদানি নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।