‘ইরানের তেল বহির্ভুত রপ্তানির শতকরা ৩০ ভাগ পেট্রোকেমিক্যাল পণ্য’
https://parstoday.ir/bn/news/iran-i127682-ইরানের_তেল_বহির্ভুত_রপ্তানির_শতকরা_৩০_ভাগ_পেট্রোকেমিক্যাল_পণ্য’
ইরানের তেল বহির্ভুত রপ্তানির শতকরা ৩০ ভাগ পেট্রোকেমিক্যাল পণ্য বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। তিন বলেছেন, সরকারি সহযোগিতা পেলে এবং পণ্যের দাম আরেকটু কমালে রপ্তানির পরিমাণ আরো বাড়ানো সম্ভব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ০৯:১৭ Asia/Dhaka
  • ‘ইরানের তেল বহির্ভুত রপ্তানির শতকরা ৩০ ভাগ পেট্রোকেমিক্যাল পণ্য’

ইরানের তেল বহির্ভুত রপ্তানির শতকরা ৩০ ভাগ পেট্রোকেমিক্যাল পণ্য বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। তিন বলেছেন, সরকারি সহযোগিতা পেলে এবং পণ্যের দাম আরেকটু কমালে রপ্তানির পরিমাণ আরো বাড়ানো সম্ভব।

ইরানের পেট্রোকেমিক্যাল শিল্প মালিক সমিতির সচিব আহমাদ মাহদাভি রোববার তেহরানে এক বক্তব্যে একথা জানান। তিনি বলেন, ২০২৩ সালের ২০ মার্চ শেষ হওয়া ইরানি বর্ষে ১৬ বিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি হয়েছে। আর একই সময়ে তেল বহির্ভুত মোট রপ্তানির পরিমাণ ছিল ৫৩ বিলিয়ন ডলার।

মাহদাভি বলেন, পেট্রোকেমিক্যাল খাত থেকে অন্যান্য সেক্টরে কাঁচামাল হিসেবে যে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করা হয় সেগুলো বিবেচনায় নিলে ইরানের তেল-বহির্ভুত পণ্যের মধ্যে পেট্রোকেমিক্যাল খাতের অংশ হবে শতকরা ৪৫ ভাগ।

ইরানের সাবেক সংসদ সদস্য মাহদাভি আরো বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ক্ষমতায় আসার পর রপ্তানি পণ্যগুলোর দাম কিছুটা কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করেছেন যার ফলে ইরানের পণ্য রপ্তানি আগের তুলনায় বেড়ে গেছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।