সৌদি আরব ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত শরিক: ইরানি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i127994-সৌদি_আরব_ইরানের_গুরুত্বপূর্ণ_কৌশলগত_শরিক_ইরানি_রাষ্ট্রদূত
সৌদি আরবের সঙ্গে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১১:০৪ Asia/Dhaka
  •  সৌদি আরব ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত শরিক: ইরানি রাষ্ট্রদূত

সৌদি আরবের সঙ্গে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি।

তিনি বলেছেন, সৌদি আরবও একই ধরনের মানসিকতা পোষণ করায় দু’দেশের সম্পর্কে একটি আশাব্যাঞ্জক ভবিষ্যত অপেক্ষা করছে।

আরবি দৈনিক আশ-শারকুল আওসাতকে দেয়া এক সাক্ষাৎকারে এনায়েতি আরো বলেন, তেহরান এবং রিয়াদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা পালন করতে চাই। আলীরেজা এনায়েতি তার কূটনৈতিক দায়িত্ব পালন করতে গত ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রিয়াদে প্রবেশ করেন।

তিনি আরো বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে নীতি গ্রহণ করেছে তার আলোকে তেহরান সৌদি আরবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলে মনে করে।

রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, দু’দেশের সম্পর্কে গত ছয় মাসে যা অর্জিত হয়েছে তা একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের ঘোষণা দেয় এবং ইরান-সৌদি সম্পর্ক উন্নয়নে আমাদের গুরুতর সংকল্পের বহিঃপ্রকাশ ঘটায়। তিনি বলেন, “আমরা আমাদের [সৌদি] ভাইদের মধ্যে একই অনুভূতি দেখেছি।”

গত মার্চ মাসে ইরান ও সৌদি আরব চীনের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তিতে ২০১৬ সালে ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়। ইরান গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে রিয়াদে নিজের দূতাবাস ও জেদ্দায় নিজের কনস্যুলেট চালু করে। এরপর সৌদি আরব তেহরানে তার দূতাবাস ও মাশহাদ শহরে তার কনস্যুলেট উদ্বোধন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত মাসে রিয়াদ সফর করে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে ‘খোলামেলা ও ফলপ্রসূ’ আলোচনা করেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।