‘আমেরিকা এবং পিজিসিসির ফাঁকা দাবি শুধুমাত্র অশুভ কামনাকারীদের লাভবান করবে’
https://parstoday.ir/bn/news/iran-i128352-আমেরিকা_এবং_পিজিসিসির_ফাঁকা_দাবি_শুধুমাত্র_অশুভ_কামনাকারীদের_লাভবান_করবে’
আমেরিকা এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র তেহরান-বিরোধী বক্তব্যকে ফাঁকা দাবি বলে প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৪:৩৭ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

আমেরিকা এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র তেহরান-বিরোধী বক্তব্যকে ফাঁকা দাবি বলে প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

তেহরান বলেছে, এই ধরনের দাবি থেকে শুধুমাত্র এ অঞ্চলের অশুভ কামনাকারীরা লাভবান হবে। পিজিসিসির পররাষ্ট্রমন্ত্রীরা, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং পিজিসিসির মহাসচিব জাসেম আল-বুদাউয়ি এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাথে সম্পূর্ণ সহযোগিতা এবং বিপজ্জজনক পরমাণু অস্ত্রের বিস্তার না ঘটানোর জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

এরপর গতকাল (বুধবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এই বক্তব্য দিলেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন ভুয়া অভিযোগ এবং দাবি কোনভাবেই আঞ্চলিক সরকারগুলোর স্বার্থ রক্ষা করবে না বরং তা এই অঞ্চলের অশুভ কামনাকারীদের লাভবান করবে যারা মধ্যপ্রাচ্যের শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বকে সহ্য করতে পারে না। এরা আঞ্চলিক হস্তক্ষেপ অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়।

নাসের কানয়ানি আরো বলেন, ইরান বিশ্বাস করে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্যদিয়ে আঞ্চলিক সমস্যার সমাধান করা সম্ভব এবং এ কাজে বাইরের শক্তিকে মোটেই হস্তক্ষেপ করার সুযোগ দেয়া উচিত না।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।