ইসরাইলি হামলা বন্ধ না হলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে: ইরান
(last modified Mon, 16 Oct 2023 03:17:32 GMT )
অক্টোবর ১৬, ২০২৩ ০৯:১৭ Asia/Dhaka
  • ইমানুয়েল ম্যাকরন ও সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    ইমানুয়েল ম্যাকরন ও সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল তার পাশবিক হামলা অব্যাহত রাখলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছেন।

প্রেসিডেন্ট রায়িসি গতকাল (রোববার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক ফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ফ্রান্সের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট তার সতর্কবাণী তেল আবিবকে পৌঁছে দেন।

তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইল যদি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ অব্যাহত রেখে নিজের পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে চায় তাহলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে।” রায়িসি আরো বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের চলমান অপরাধযজ্ঞ থামাতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব রয়েছে।

তিনি অবিলম্বে গাজার আবাসিক এলাকাগুলোর ওপর ইসরাইলি বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানকার পানি, বিদ্যুৎ ও জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ আবার চালু করতে হবে। যুদ্ধের বিস্তৃতি বন্ধ করার জন্য এসব পদক্ষেপও অত্যন্ত জরুরি বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

রায়িসি বলেন, ইহুদিবাদী ইসরাইল পশ্চিমাদের চোখের সামনে বারবার আন্তর্জাতিক আইন ও কনভেনশন এবং কথিত শান্তি চুক্তি লঙ্ঘন করে গেলেও কেউ তাকে কিছু বলছে না। কিন্তু সামনের দিকে এভাবে আর চলবে না বলেও তিনি সতর্ক করে দেন।

ফোনালাপে গাজা উপত্যকায় সংকট বিস্তারে উদ্বেগ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন। তিনি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইরানকে তার প্রভাবশালী ভূমিকা কাজে লাগানোর আহ্বান জানান। তবে এ সময় ম্যাকরনকে প্রেসিডেন্ট রায়িসি জানান, মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো নিজেদের সিদ্ধান্তেই নিজেরা চলে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬