‘প্রতিরোধ যোদ্ধাদের হাত বাধা নয়, ইসরাইল যেকোনো পরিস্থিতির মুখে পড়তে পারে’
https://parstoday.ir/bn/news/iran-i129504-প্রতিরোধ_যোদ্ধাদের_হাত_বাধা_নয়_ইসরাইল_যেকোনো_পরিস্থিতির_মুখে_পড়তে_পারে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের হাত বাধা নয়। যদি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকে তাহলে তেল আবিবকে ভিন্ন পরিস্থিতির মুখে পড়তে হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১৯:৩৫ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের হাত বাধা নয়। যদি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকে তাহলে তেল আবিবকে ভিন্ন পরিস্থিতির মুখে পড়তে হবে।

তিনি বলেন, “আমরা গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অসম যুদ্ধ দেখছি পাশাপাশি দেখছি ঘৃণ্য হত্যাযজ্ঞ।” লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নাসের কানয়ানি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, “আমরা ফিলিস্তিনিদের ওপর একটি গণহত্যা প্রত্যক্ষ করছি। কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের হাত বাধা নয়। তারা একদম অলস বসে থাকবে না বরং তারা কঠিন জবাব দেবে।”

নাসের কানয়ানি বলেন, “প্রতিরোধ অক্ষ সুনির্দিষ্ট কোন ফ্রন্টে বাধা নেই, ইহুদিবাদীদেরকে মাথায় রাখতে হবে যে, তারা যে কোন মুহূর্তে ভিন্ন পরিস্থিতির মুখে পড়তে পারে।”

এর আগে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল (সোমবার) বলেছেন, তাদের যোদ্ধারা ইসরাইলের স্থল অভিযানের হুমকিতে মোটেই ভীত নয় বরং ইসরাইল স্থল অভিযান চালাতে গেলে গাজা হবে তাদের কবরস্থান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৭