আঞ্চলিক দেশগুলোকে ইসরাইলে মার্কিন অস্ত্র সরবরাহ ঠেকাতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i129594-আঞ্চলিক_দেশগুলোকে_ইসরাইলে_মার্কিন_অস্ত্র_সরবরাহ_ঠেকাতে_হবে
ইহুদিবাদী ইসরাইলের কাছে আমেরিকা যাতে অস্ত্র সরবরাহ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিতে হবে। কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতাইয়ার সঙ্গে আজ (বৃহস্পতিবার) এক টেলিফোন সংলাপে একথা বলেছেন ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৯, ২০২৩ ২০:১৫ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি

ইহুদিবাদী ইসরাইলের কাছে আমেরিকা যাতে অস্ত্র সরবরাহ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিতে হবে। কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতাইয়ার সঙ্গে আজ (বৃহস্পতিবার) এক টেলিফোন সংলাপে একথা বলেছেন ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।

গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের ইতিহাসে নজিরবিহীন অভিযান চালানোর পর ইহুদিবাদী ইসরাইলের সমর্থনে মার্কিন সরকার আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে ইসরাইলে অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে।

জেনারেল বাকেরি বলেন, ইসরাইলের বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার রয়েছে। সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধারা যে অভিযান চালিয়েছে তা ইহুদিবাদীদের অব্যাহত নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞের স্বাভাবিক জবাব। এছাড়া, পবিত্র আল-আকসা মসজিদের অবমাননারও জবাব এটি। ইসরাইলের এই বর্বর আগ্রাসনের মুখেও মুসলিম দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেন ইরানের সেনাপ্রধান।

ফোনালাপের সময় কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও ইরানের সেনাপ্রধান ফিলিস্তিনের গাজায় জরুরি ত্রাণ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরো জোরদার করার ওপর জোর দেন।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন