নিরপেক্ষভাবে ইসরাইল-বিরোধী অভিযোগের বিচার করুন
https://parstoday.ir/bn/news/iran-i133212-নিরপেক্ষভাবে_ইসরাইল_বিরোধী_অভিযোগের_বিচার_করুন
হেগের আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছেন, “মার্কিন চাপের কাছে আপনারা কখনোই নতিস্বীকার করবেন না বরং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, নিরপেক্ষভাবে তার বিচার করুন।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • নিরপেক্ষভাবে ইসরাইল-বিরোধী অভিযোগের বিচার করুন

হেগের আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছেন, “মার্কিন চাপের কাছে আপনারা কখনোই নতিস্বীকার করবেন না বরং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, নিরপেক্ষভাবে তার বিচার করুন।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র নাসের কানয়ানি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেন, “গাজার জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে সে ব্যাপারে আন্তর্জাতিক বিচার আদালত দক্ষিণ আফ্রিকার দায়ের করা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করবে। এক্ষেত্রে তারা আমেরিকার রাজনৈতিক এবং অরাজনৈতিক কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।”

নাসের কানয়ানি বলেন, ইসরাইল সরকার এবং আমেরিকা রাজনৈতিক ও গণমাধ্যমের প্রভাব খাটিয়ে যুদ্ধক্ষেত্রে তাদের ব্যর্থতা ঢাকার এবং নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। কিন্তু ফিলিস্তিনের জনগণ আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন; তারা ইসরাইল ও আমেরিকার ইচ্ছাকে বাস্তবায়িত হতে দেবে না।

ইরানি মুখপাত্র বলেন, ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানের একটি বড় অর্জন হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ও মার্কিন মিডিয়া সাম্রাজ্যের পতন। এতদিন তারা বিশ্বব্যাপী যে ভুয়া ও মিথ্যা বর্ণনা তুলে ধরত এখন তা আর সেভাবে করা যাচ্ছে না। পরিস্থিতির পরিবর্তন হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।