ইরাকের এরবিলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদ কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/iran-i133460
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরের একটি ভবনে দু’দিন আগে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরাইলের একজন গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে।  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত সোমবার রাতে ওই হামলা চালিয়েছিল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৪ ০৯:২৮ Asia/Dhaka
  • ইরাকের এরবিলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদ কর্মকর্তা নিহত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরের একটি ভবনে দু’দিন আগে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরাইলের একজন গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে।  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত সোমবার রাতে ওই হামলা চালিয়েছিল।

ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নিহত কর্মকর্তার নাম ‘ইলান’ যাকে ‘ফক্স’ ছদ্মনামে ডাকা হতো।  ইরান-বিরোধী সন্ত্রাসী হামলা সমন্বয় করার পাশাপাশি ইরাকে মোসাদের দলে লোকভর্তির দায়িত্ব ছিল তার।

প্রেসটিভি আরো জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মোসাদের তৎপরতা সমন্বয় করতে এই ইসরাইলি কর্মকর্তা। গত ২০ বছর ধরে কুর্দিস্তান অঞ্চলে তার যাতায়াত ছিল। ইলানের গোয়েন্দা টিমের অপর চার সদস্য মালকা, আদিকা, হেন ও শারাবিরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়।  সোমবার রাতের হামলার পর মঙ্গলবার সকাল থেকে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করে আসছিল, ইরানের হামলায় কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

আইআরজিসি গত সোমবার রাতে ইরাকের কুর্দিস্তানে মোসাদের একটি আস্তানার পাশাপাশি সিরিয়ার ইদলিবে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস ও তাহরির আশ-শামের আস্তানায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় আইআরজিসি’র সামরিক উপদেষ্টাদের হত্যার বদলা নিতে কুর্দিস্তানে হামলা চালানো হয়েছে।

ওই মন্ত্রণালয় আরো বলেছে, ইরানের কেরমান শহরে গত ৩ জানুয়ারির ভয়াবহ বোমা হামলার জবাব দিতে সিরিয়ায় হামলা চালানো হয়েছে। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলায়মানির শাহাদাত বার্ষিকীতে তার কবরে সমবেত জনতার ভিড়ে বোমা হামলা চালিয়েছিল উগ্র জঙ্গিরা। এতে প্রায় ১০০ মানুষ নিহত হয়। পরে আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করে।#

.পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।