আইআরজিসি'র নৌ ইউনিটে যুক্ত হলো দুই নতুন জাহাজ
https://parstoday.ir/bn/news/iran-i134668-আইআরজিসি'র_নৌ_ইউনিটে_যুক্ত_হলো_দুই_নতুন_জাহাজ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটে যুক্ত হয়েছে দু'টি নতুন যুদ্ধজাহাজ। এ জাহাজ দু'টির নাম হচ্ছে 'শহীদ সাইয়দ শিরাজি' এবং 'শহীদ হাসান বাকেরি'। এগুলো হলো আইআরজিসি'র নৌ ইউনিটের প্রথম ভারী জাহাজ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ বাকেরি
    মোহাম্মাদ বাকেরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটে যুক্ত হয়েছে দু'টি নতুন যুদ্ধজাহাজ। এ জাহাজ দু'টির নাম হচ্ছে 'শহীদ সাইয়দ শিরাজি' এবং 'শহীদ হাসান বাকেরি'। এগুলো হলো আইআরজিসি'র নৌ ইউনিটের প্রথম ভারী জাহাজ।

প্রত্যেকটি জাহাজ হালকা ধরণের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান ও একটি সামরিক হেলিকপ্টার বহন করতে পারে। এর মধ্যদিয়ে আইআরজিসি'র নৌ ইউনিটের সক্ষমতা আরও বেড়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আজ (সোমবার) জাহাজ সংযুক্তির অনুষ্ঠানে বলেছেন, বর্তমানে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। গাজা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গাজা পরিস্থিতি এই অঞ্চল এমনকি গোটা বিশ্বের ইতিহাসকেই পাল্টে দিয়েছে এবং পাল্টে দিচ্ছে। এই যুদ্ধের ভাগ্য বেশ স্পষ্ট। গাজার নিপীড়িত ও অবরুদ্ধ জনগণের কাছে দখলদার ইসরাইল অপূরণীয় পরাজয় বরণ করবে।

ইসলামি বিপ্লবের পর থেকে ইরান সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।