মিশরের সাথে ইরানের সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে
https://parstoday.ir/bn/news/iran-i134990-মিশরের_সাথে_ইরানের_সম্পর্ক_পুরো_মধ্যপ্রাচ্যের_ওপর_ইতিবাচক_প্রভাব_ফেলবে
ইসলামী প্রজাতন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সাথে মিশরের কূটনৈতিক সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনের অবকাশে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ হাসান শুকরির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১৩:৩৪ Asia/Dhaka
  • মিশরের সাথে ইরানের সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে

ইসলামী প্রজাতন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সাথে মিশরের কূটনৈতিক সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনের অবকাশে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ হাসান শুকরির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আবদুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরান এবং মিশরের স্বার্থেই প্রয়োজন। তিনি আরো বলেন, “মিশর এবং মধ্যপ্রাচ্যের কল্যাণ ছাড়া ইরান আর কিছু চায় না। আমরা মিশরের নিরাপত্তাকে ইরানের নিরাপত্তা বলে বিবেচনা করি।”

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান এবং মিশর আঞ্চলিক ঘটনাবলীতে বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে যে প্রচেষ্টা চালাচ্ছে তা পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। গাজার বিপদাপন্ন ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে মিশর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সুস্পষ্ট করে বলেন, এই অঞ্চলের চলমান সংকটের মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুকরি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান এবং মিশরের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধানের ক্ষেত্রেও ইরান-মিশর সম্পর্ক অপরিহার্য।

মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার পথ প্রশস্ত করবে। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠারও প্রশংসা করেন সামেহ হাসান শুকরি।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।