আঞ্চলিক উত্তেজনা প্রশমন করতে হলে ইরানকে অন্তর্ভুক্ত করতে হবে: ওমান
https://parstoday.ir/bn/news/iran-i135800-আঞ্চলিক_উত্তেজনা_প্রশমন_করতে_হলে_ইরানকে_অন্তর্ভুক্ত_করতে_হবে_ওমান
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আল-বুসাইদি পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের প্রভাবশালী অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন করে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইরানের অংশগ্রহণ ‘অতি জরুরি।’
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
মার্চ ২০, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • সাঈদ বদর আল-বুসাইদি
    সাঈদ বদর আল-বুসাইদি

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আল-বুসাইদি পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের প্রভাবশালী অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন করে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইরানের অংশগ্রহণ ‘অতি জরুরি।’

তিনি আরো বলেছেন, গোটা অঞ্চলে একটি যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানোর প্রচেষ্টায় সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। বুসাইদি বলেন, ইরান এ অঞ্চলের একটি প্রভাবশালী দেশ; কাজেই আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরানকে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই।   

ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইল যুদ্ধ করছে। কাজেই যুদ্ধ বন্ধ করে উত্তেজনা প্রশমন করতে হলে ইসরাইল ও হামাস উভয়কে সমাধানের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনী লোহিত সাগরে যে অভিযান চালাচ্ছে সে সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা যুদ্ধের সঙ্গে ইয়েমেনের অভিযানের সংযোগ রয়েছে। লোহিত সাগরের উত্তেজনা কমাতে হলে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে।  গাজা আগ্রাসন বন্ধ হলে লোহিত সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। #

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।