ইনডোর হকি র‍্যাংকিংয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i135906-ইনডোর_হকি_র_্যাংকিংয়ে_বিশ্বে_দ্বিতীয়_অবস্থানে_উঠে_এল_ইরান
ইনডোর হকিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইরানের জাতীয় ইনডোর হকি টিম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০২৪ ১৭:২৭ Asia/Dhaka
  • ইনডোর হকি র‍্যাংকিংয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এল ইরান
    ইনডোর হকি র‍্যাংকিংয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এল ইরান

ইনডোর হকিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইরানের জাতীয় ইনডোর হকি টিম।

আন্তর্জাতিক হকি ফেডারেশন এফআইএইচ'র ওয়েব সাইট ইনডোর হকি'র সর্বশেষ র‍্যাংকিং প্রকাশ করেছে।

 তাতে দেখা যাচ্ছে, ইরান ১৬৫০ পয়েন্ট পেয়ে এক ধাপ এগিয়েছে। এর ফলে বিশ্বে ইরান দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে।

এফএআইএইচ'র সাইটের র‍্যাংকিং

 

এই র‍্যাংকিংয়ের বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া এবং ইরানের পরে তৃতীয় অবস্থানে রয়েছে বেজলিয়াম।

এছাড়া জার্মানি, চেক প্রজাতন্ত্র, হল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, আমেরিকা, সুইজারল্যান্ড যথাক্রমে চতুর্থ থেকে দশম অবস্থানে রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।