ইরানের সমর্থন ছাড়া ফিলিস্তিন ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারত না
https://parstoday.ir/bn/news/iran-i136168-ইরানের_সমর্থন_ছাড়া_ফিলিস্তিন_ইসরাইলের_বিরুদ্ধে_রুখে_দাঁড়াতে_পারত_না
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন ছাড়া ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানো সম্ভব হতো না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩১, ২০২৪ ১৫:২৪ Asia/Dhaka
  • ইরানের সমর্থন ছাড়া ফিলিস্তিন ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারত না

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন ছাড়া ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানো সম্ভব হতো না।

গতকাল শনিবার রাজধানী তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর ফিলিস্তিনিদের প্রতি ইরান মে সমর্থন দিয়েছে তার বিশেষ প্রশংসা করেন জিহাদ আন্দোলনের মহাসচিব।

তিনি বলেন, ইরানের সক্রিয় কূটনীতি চলমান সংকটে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থান স্পষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জিহাদ আন্দোলনের নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে চূড়ান্তভাবে ফিলিস্তিনিরা বিজয়ী হবে এবং ফিলিস্তিনিদের এই দৃঢ়তা সারা বিশ্বের কাছে রোল মডেল হবে। নাখালা আরো বলেন, ফিলিস্তিনকে সমর্থন দিতে গিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে, এমনকি বহু সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তেহরানের ওপর।

ফিলিস্তিনিদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং অন্যান্য সরকারি কর্মকর্তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান জিহাদ আন্দোলনের মহাসচিব।#

পার্সটুডে/এসআই/জিএআর/৩১