‘হামাস নেতার ছেলেদের শহীদ করে ইসরাইল তার পতন ত্বরান্বিত করেছে’
https://parstoday.ir/bn/news/iran-i136512-হামাস_নেতার_ছেলেদের_শহীদ_করে_ইসরাইল_তার_পতন_ত্বরান্বিত_করেছে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে হত্যা করে নিজেদের পতন ত্বরান্বিত করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১১, ২০২৪ ১০:৩৭ Asia/Dhaka
  • হোসেইন আমির আবদুল্লাহিয়ান
    হোসেইন আমির আবদুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে হত্যা করে নিজেদের পতন ত্বরান্বিত করেছে।

গতকাল (বুধবার) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় একথা বলেছেন আমির আব্দুল্লাহিয়ান। এর আগে গতকাল সন্ধ্যায় উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে শহীদ করে।

এই বীভৎস ও বর্বর হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি ইহুদিবাদীদের অপরাধমূলক এবং কাপুরুষোচিত হামলা। তিনি বলেন, হামাস নেতার পরিবারের সদস্যদের শাহাদাত ঐশী সহায়তা ও ফিলিস্তিনি জনগণের মুক্তির অগ্রদূত হিসেবে কাজ করবে। একইসাথে এই ঘটনা ইহুদিবাদীদের জন্য চিরকালের লজ্জা, পরাজয় ও অসম্মান হিসেবে চিহ্নিত হবে। আত্মত্যাগের এই নজির নিঃসন্দেহে ফিলিস্তিনি জনগণের ইস্পাত দৃঢ় বিশ্বাসকে বাড়াবে এবং প্রতিরোধ আন্দোলনকে আরো বেশি জোরদার করে তুলবে। একইসাথে এই আত্মত্যাগ ভিত্তিহীন দখলদার ইসরাইলের পতনকে ত্বরান্বিত করবে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন