অপারেশন ‘ট্রু প্রমিস’ কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে
https://parstoday.ir/bn/news/iran-i137128-অপারেশন_ট্রু_প্রমিস’_কয়েক_ধরনের_আকাশ_প্রতিরক্ষা_ব্যবস্থা_ভেদ_করেছে
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান দখলদার ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক সামরিক অভিযান ‘ট্রু প্রমিস’ চালিয়েছিল তাতে দশটি দেশ দখলদার ইসরাইলকে সমর্থন দিয়েছে কিন্তু তারা ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে পারেনি। 
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
এপ্রিল ২৯, ২০২৪ ২০:৫০ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ
    ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান দখলদার ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক সামরিক অভিযান ‘ট্রু প্রমিস’ চালিয়েছিল তাতে দশটি দেশ দখলদার ইসরাইলকে সমর্থন দিয়েছে কিন্তু তারা ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে পারেনি। 

তিনি বলেন, অনেকগুলো দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরাইলের ভেতরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আইআরজিসি’র এ মুখপাত্র বলেন, কোনো দেশ চায়নি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের এই অভিযান সফল হোক কিন্তু পুরো ইরানি জাতি এই অভিযানের বিষয়ে সমর্থন দিয়েছে। জেনারেল রামেজান শরীফ বলেন, ৫০ বছর পর ইরান ইসরাইলের মুখে এত শক্তিশালী চড় দিয়েছে যে, তারা এটা বিশ্বাসই করতে পারেনি।

আইআরজিসির মুখপাত্র আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরান যে শাস্তিমূলক অভিযান চালিয়েছে তাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই অভিযান কোনো সামরিক মহড়া ছিল না বরং এটি ছিল বাস্তব অভিযান।

তিনি বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইরানের এই অভিযান এত ব্যাপক মাত্রায় ছিল যে, তেল আবিব ও তার মিত্রদেরকে বহু সময় ব্যয় করে এ নিয়ে ভাবতে হবে। 

জেনারেল রামেজান শরীফ বলেন, ইরান এখন একটি নিরাপদ দেশ এবং এই পরিস্থিতি তৈরি করার জন্য তিনি দেশের সশস্ত্র বাহিনীর পবিত্র প্রতিরক্ষা এবং আন্তরিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯