অতীতের মতোই তাজিকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ইরান: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i140100
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরান অতীতের মতোই নানা ক্ষেত্রে তাজিকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ৩০, ২০২৪ ১৭:২৬ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে ইমাম আলী রহমান (মাঝে)
    সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে ইমাম আলী রহমান (মাঝে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরান অতীতের মতোই নানা ক্ষেত্রে তাজিকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান ও তাঁর সফরসঙ্গীরা আজ (মঙ্গলবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

ইরানের নয়া প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তাজিক প্রেসিডেন্ট তেহরান এসেছেন। এর ফাঁকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করলেন। 

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, ইরান ও তাজিকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার চায় না এমন পক্ষ রয়েছে। এ ধরণের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি কৌশল তৈরি করতে হবে।

সর্বোচ্চ নেতা বলেন, ইরান এবং তাজিকিস্তানের মধ্যে যেসব ক্ষেত্রে মিল রয়েছে তার একটি হচ্ছে ফার্সি ভাষা। আমাদেরকে অবশ্যই এই ভাষা সংরক্ষণ ও ছড়িয়ে দিতে এবং এই ভাষাকে কোণঠাসা করার অপচেষ্টা রুখতে আমাদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।