আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার উদ্ভাবন উত্সবে ইরানি তরুণদের ৯ পদক জয়
https://parstoday.ir/bn/news/iran-i140552-আমেরিকা_ও_দক্ষিণ_কোরিয়ার_উদ্ভাবন_উত্সবে_ইরানি_তরুণদের_৯_পদক_জয়
পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় দুটি উদ্ভাবন উৎসবে ইরানি তরুণ বিজ্ঞানীরা বিভিন্ন রঙের ৯টি পদক জিতেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২৪ ১০:০৯ Asia/Dhaka
  • আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার উদ্ভাবন উত্সবে ইরানি তরুণদের ৯ পদক জয়

পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় দুটি উদ্ভাবন উৎসবে ইরানি তরুণ বিজ্ঞানীরা বিভিন্ন রঙের ৯টি পদক জিতেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত সিলিকন ভ্যালি ইন্টারন্যাশনাল ইনভেনশন ফেস্টিভ্যাল (SVIF) অনুষ্ঠিত হয়। ওই উৎসবে ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের উদ্ভাবক, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী এবং বেশ কিছু বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, এই উৎসবে ইরানি উদ্বাবক দল একটি রৌপ্যপদক জয় করে।

এদিকে, ইরানি উদ্ভাবকদের আরেকটি দল কোরিয়া ইন্টারন্যাশনাল উইমেনস ইনভেনশন এক্সপোজিশনে (KIWIE) অংশগ্রহণ করে। এই উৎসবে দক্ষিণ কোরিয়ার ১৫০টি এবং ইরানসহ অন্যান্য ১৮টি দেশের ২০২টি উদ্ভাবন ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়।

দক্ষিণ কোরিয়ার উদ্ভাবক ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক এই প্রদর্শনীতে ইরানি দল তিনটি স্বর্ণ পদক, তিনটি রৌপ্য পদক এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।

এই প্রদর্শনীতে ইরানের উদ্ভাবক দল বিশ্ব মেধাস্বত্ব সংস্থা থেকে একটি বিশেষ পুরস্কার, থাইল্যান্ডের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র থেকে চারটি বিশেষ পুরস্কার এবং পোলিশ উদ্ভাবক সমিতি থেকে একটি বিশেষ পুরস্কার লাভ করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।