রাশিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে ভুয়া ছবি প্রকাশ; তেহরানের প্রতিবাদ
(last modified Sun, 15 Sep 2024 12:05:00 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৮:০৫ Asia/Dhaka
  • রাশিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে ভুয়া ছবি প্রকাশ; তেহরানের প্রতিবাদ

পার্সটুডে- ইরানের ক্ষেপণাস্ত্র রাশিয়ায় স্থানান্তরের বিষয়ে 'স্কাই নিউজ' টিভি চ্যানেল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে লন্ডনস্থ ইরান দূতাবাস। ইরানি দূতাবাস বলেছে, স্কাই নিউজের এ ধরণের পদেক্ষপ পেশাদারি সাংবাদিকতার পরিচয় বহন করে না, তারা নিছক গল্প সাজিয়েছে।

স্কাই নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতে মনে হচ্ছে রাশিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করছে।

পার্সটুডে জানাচ্ছে, লন্ডনে ইরানের দূতাবাস এক বিবৃতিতে এমন ভিত্তিহীন খবর প্রত্যাখ্যান করে বলেছে- ছবিতে ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব নেই, ক্ষেপণাস্ত্র ওঠানো বা নামানোর কোনো প্রমাণ নেই এমনকি ক্ষেপণাস্ত্রের গন্তব্যের কথা নেই। তারা বন্দরে থাকা একটি জাহাজের ছবি দেখিয়ে দাবি করছে ইরান রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।

ইরান বারবারই ইউক্রেন যুদ্ধে সামরিক সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছে এবং একে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে। রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ইরানের সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক সুস্পষ্ট বার্তায় বলেছেন, ইরান রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি।'#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ