পরমাণু সমঝোতার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীগণ দেখভাল করবেন: পেজেশকিয়ান
(last modified Fri, 27 Sep 2024 09:40:43 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১৫:৪০ Asia/Dhaka
  • ডা. মাসুদ পেজেশকিয়ান
    ডা. মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে গতকাল বিকেলে নিউইয়র্ক থেকে তেহরান ফিরেছেন।

দেশে ফিরে ডা. মাসুদ পেজেশকিয়ান বলেছেন: পরমাণু সমঝোতা বা জেসিপিওএ নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় দেশগুলোর সাথে আমাদের উদ্বেগের কথা উত্থাপন করেছি এবং পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়টি দেখবেন বলে একমত হয়েছেন।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে জনাব পেজেশকিয়ান নিউইয়র্ক গেছেন এবং গতকাল বিকেলে ফিরে এসেছেন। সাংবাদিকদের তিনি আরও বলেন: আমরা পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলে নি এখনও। তৎকালীন ডোনাল্ড ট্রাম্পই এ কাজ করেছেন এবং ইউরোপীয়রা তা মেনে নিয়েছে।

৮মে ২০১৮ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি থেকে অবৈধভাবে তার দেশকে প্রত্যাহার করে নেয় এবং ইরানের ওপর অবৈধ নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপ করে।

জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) হল বহু বছরের নিবিড় আলোচনা পর্যালোচনা শেষে ১৪ জুলাই ২০১৫ তারিখে ইরান এবং রাশিয়া, চীন, আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ওই সমঝোতা হয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর রেজোলিউশন অনুমোদনের মাধ্যমে ওই সমঝোতা গৃহীত হয়েছিল। কিন্তু আমেরিকা এই চুক্তি বাস্তবায়নের প্রথম দিন থেকেই সমঝোতা বাস্তবায়নে ব্যাঘাত সৃষ্টি করে।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।