ইসরাইলে চালানো হামলায় সক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহৃত হয়েছে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i142234-ইসরাইলে_চালানো_হামলায়_সক্ষমতার_ক্ষুদ্র_অংশ_ব্যবহৃত_হয়েছে_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে। ইরান মঙ্গলবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ-২’ নামের যে অভিযান চালায় তাতে তেল আবিবের নিকটবর্তী তিনটি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০২, ২০২৪ ০৯:৫০ Asia/Dhaka
  • ইসরাইলে চালানো হামলায় সক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহৃত হয়েছে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে। ইরান মঙ্গলবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ-২’ নামের যে অভিযান চালায় তাতে তেল আবিবের নিকটবর্তী তিনটি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়।

এ সম্পর্কে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দেয়া হয়েছে।”

প্রেসিডেন্টের এক্স পোস্টে আরো বলা হয়েছে, “ইরানি জনগণের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেনে রাখা উচিত যে, ইরান যুদ্ধবাজ নয়। কিন্তু এটি যেকোনো আগাসন বা হুমকি মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত রয়েছে।”

প্রেসিডেন্ট তার পোস্টে আরো বলেন, “মঙ্গলবার রাতে যে অভিযান চালানো হয়েছে সেটি ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ মাত্র। কাজেই ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে আসবেন না।”

সিনিয়র প্রতিরোধ নেতাদের হত্যা, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান বর্বরতা এবং লেবাননে সাইকোপ্যাথিক বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসেবে মঙ্গলবার রাতে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি স্থাপনাগুলোতে আঘাত করেছে। #

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।