এশিয়ার সেরা বক্সার ইরানি তরুণ ফারজান আহমাদি
ডিসেম্বর ৩০, ২০২৪ ১৩:৩১ Asia/Dhaka
-
ফারজান আহমাদি-এশিয়ার সেরা বক্সার নির্বাচিত
পার্সটুডে-ফারজান আহমাদি এশিয়া মহাদেশের সেরা বক্সার নির্বাচিত হয়েছেন।
বছরের শেষের দিকে, যারা বিভিন্ন বিভাগে মহাদেশীয় প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করেন তাদের মধ্য থেকে সেরা ক্রীড়াবিদ, কোচ এবং রেফারিদের নির্বাচন করে থাকেন এশিয়ান বক্সিং কনফেডারেশন।
পার্সটুডে জানিয়েছে, তরুণ ক্রীড়াবিদ ফারজান আহমাদি ইরানের এবং এশিয়ার সেরা বক্সার নির্বাচিত হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে ৬১ কেজি বয়স শ্রেণিতে আহমেদি স্বর্ণপদক জিতেছেন।
এশিয়ার সেরা বক্সার নির্বাচিত হওয়ার পর, ফারজান আহমাদি বলেছেন, 'দেশের জন্য এই পুরস্কার জিতে আমি খুব খুশি। আমি প্রথম চ্যাম্পিয়ন এবং আমি আরো অনেক পুরস্কার জিততে চাই।'#
পার্সটুডে/জিএআর/৩০
ট্যাগ