ফিলিস্তিনি জনগণের সমর্থনে তেহরান এবং জাকার্তা সামনের সারিতে
https://parstoday.ir/bn/news/iran-i146816-ফিলিস্তিনি_জনগণের_সমর্থনে_তেহরান_এবং_জাকার্তা_সামনের_সারিতে
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ বোরুজার্দির মতে, ফিলিস্তিন বিষয়ে ইরান ও ইন্দোনেশিয়ার অবস্থান এবং পদক্ষেপ ইসলামের মূলনীতি এবং উভয় দেশের আইনি কাঠামোর ওপর ভিত্তি করেই নেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১৬:৫৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনি জনগণের সমর্থনে তেহরান এবং জাকার্তা সামনের সারিতে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ বোরুজার্দির মতে, ফিলিস্তিন বিষয়ে ইরান ও ইন্দোনেশিয়ার অবস্থান এবং পদক্ষেপ ইসলামের মূলনীতি এবং উভয় দেশের আইনি কাঠামোর ওপর ভিত্তি করেই নেয়া হয়েছে।

জাকার্তায় ইসলামি বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকী এবং ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে রাষ্ট্রদূত মোহাম্মদ বোরুজেরদি বিভিন্ন ক্ষেত্রে যেমন দ্বিপাক্ষিক বহুপাক্ষিক এবং ব্রিক্স কাঠামোর মধ্যে দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ বোরুজার্দির মতে, ফিলিস্তিন বিষয়ে ইরান ও ইন্দোনেশিয়ার অবস্থান এবং পদক্ষেপ ইসলামের মূলনীতি এবং উভয় দেশের আইনি কাঠামোর ওপর ভিত্তি করেই নেয়া হয়েছে।  

ইন্দোনেশিয়ায় নিযুক্ত ইসলামি প্রজতান্ত্র ইরানের রাষ্ট্রদূতের ঘোষণা অনুসারে, ফিলিস্তিনি নির্যাতিত জনগণের প্রতি ব্যাপক সমর্থনের ক্ষেত্রে দুই দেশ সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে গত ১৫ মাস ধরে ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠীর সেনাবাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মাস ধরে ফিলিস্তিনি জনগণের ওপর যে যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধন চালিয়েছে তার বিরুদ্ধে তেহরান ও জাকার্তা অভিন্ন অবস্থান নিয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী এবং দুই দেশের মধ্যে সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জোর দিয়ে বলেন যে তেহরান ও জাকার্তার মধ্যে বিদ্যমান সম্পর্কের অগ্রগতির পথ অব্যাহত রাখতে হবে এবং সকল দিক থেকেই প্রবৃদ্ধির সাক্ষী থাকতে হবে। অনুষ্ঠান শেষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত, বিশেষ অতিথি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট নকশা উন্মোচন করা হয়।

উল্লেখ্য যে ইন্দোনেশিয়ার ৪ জন মন্ত্রী যার মধ্যে প্রতিরক্ষা,স্বাস্থ্য,মানবাধিকার এবং সংস্কৃতি মন্ত্রী এবং প্রায় ১০ জন উপমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানে ইরানি সংস্কৃতি,রীতিনীতি এবং ঐতিহ্যের পাশাপাশি ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়বস্তু নিয়ে ভিডিও ক্লিপ দেখানো হয়।

ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক অব্যাহত রাখার এবং আরও উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার বিষয়টি ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা, মিডিয়া এবং সামাজিক নেটওয়ার্কগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।