আপনারা আলোচনা এবং চাপ প্রয়োগ একসাথে চালাতে পারেন না: মার্কিন নেতাদেরকে বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i148572-আপনারা_আলোচনা_এবং_চাপ_প্রয়োগ_একসাথে_চালাতে_পারেন_না_মার্কিন_নেতাদেরকে_বাকায়ি
পার্সটুডে - ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নেতাদের বলেছেন যে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়া তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৪, ২০২৫ ২০:৪৬ Asia/Dhaka
  • •ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    •ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে - ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নেতাদের বলেছেন যে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়া তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।

শনিবার ওমানের রাজধানী মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর আতিথেয়তায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।

ইরানি সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ শুরুর একইসাথে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থানের সমালোচনা করেছেন। তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন: "আলোচনায় ইরানের লক্ষ্য হলো অবৈধ নিষেধাজ্ঞা অপসারণ করা।"

যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার স্থান এখনও নির্ধারণ করা হয়নি উল্লেখ করে বাকায়ি বলেন: "ইরান মনে করে, এমন পরিস্থিতিতে সরাসরি আলোচনা কার্যকর নয় যেখানে আমেরিকা হুমকির ভাষায় কথা বলে। এই কারণে আগামী সপ্তাহের আলোচনাও পরোক্ষ হবে।"

ইরানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন: "পরোক্ষ আলোচনার একটি কারণ হল আপনি আলোচনার দাবি করবেন আবার চাপ ও নিষেধাজ্ঞার নীতি অব্যাহত রাখবেন তা হতে পারে না। এটা একেবারেই অগ্রহণযোগ্য।"

গ্রোসির তেহরান সফর

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফর সম্পর্কে বাকায়ি বলেন যে এই সফরের ব্যাপারে নীতিগতভাবে একটি সমঝোতা হয়েছে এবং তাএ সপ্তাহে হবে। তিনি আরও বলেন: "আমরা চাই সংস্থাটি ইরানের অধিকার নিশ্চিত করুক এবং এই সফর ইরান ও এই সংস্থার মধ্যে সহযোগিতার কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হবে।"

ইসরাইল এই অঞ্চলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন যে, এই অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির কারণ দখলদার ইসরাইলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড। তিনি বলেন: "এই অঞ্চলে অস্থিরতা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যার কারণে।"

আরাকচির মস্কো সফর

পারমাণবিক ইস্যুতে চীন ও রাশিয়ার সাথে ইরানের আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাকায়ি বলেন: "ছয়জাতি গোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতা (JCPOA) হল আইনি দৃষ্টিকোণ থেকে একটি অলঙ্ঘনিয় চুক্তি যা নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদন লাভ করে। ইরান JCPOA এবং জাতিসংঘে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় JCPOA-এর সকল সদস্যের সাথে যোগাযোগ এবং পরামর্শ অব্যাহত রেখেছে।"

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: "পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া সফর করবেন এবং এই সাক্ষাতে মাসকট আলোচনার সর্বশেষ অবস্থা প্রাধান্য পাবে।"

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় নিষেধাজ্ঞার সমালোচনা

ইরানের প্রতি ইউরোপের অগঠনমূলক মনোভাব অব্যাহত থাকা এবং ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাকায়ি বলেন: "মানবাধিকার বিষয়টি নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়ে ইউরোপীয় দলগুলো অন্যদের ব্যাপারে মন্তব্য করে এবং নিষেধাজ্ঞা আরোপ করে।"#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।