মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও শরণার্থীদের প্রতি ইরানের সেবা: প্রশংসা করলো জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/iran-i149450-মার্কিন_নিষেধাজ্ঞা_সত্ত্বেও_শরণার্থীদের_প্রতি_ইরানের_সেবা_প্রশংসা_করলো_জাতিসংঘ
পার্সটুডে-জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার স্বাস্থ্য, শিক্ষা এবং শরণার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেবার প্রশংসা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৩, ২০২৫ ১৭:৪৮ Asia/Dhaka
  • জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি
    জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি

পার্সটুডে-জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার স্বাস্থ্য, শিক্ষা এবং শরণার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেবার প্রশংসা করেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা জাফরকান্দির সাথে দেখা করেছেন। তিনি স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে শরণার্থীদের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের চমৎকার সেবার প্রশংসা করেছেন। তিনি বলেছেন: নিষেধাজ্ঞা এবং কিছু অর্থনৈতিক সমস্যা সত্ত্বেও ইরানের এই মূল্যবান সেবা অত্যন্ত মূল্যবান।

পার্সটুডে আরও জানায়, ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী বৈঠকে জোর দিয়ে বলেন: শরণার্থীদের স্বাস্থ্য রক্ষা করা একটি আন্তর্জাতিক দায়িত্ব, অবশ্যই তা কেবল আশ্রয়দাতা দেশের দায়িত্ব হওয়া উচিত নয়।

মোহাম্মদ রেজা জাফরকান্দি আরও বলেন: শরণার্থীদের আশ্রয়দানকারী দেশগুলোর জন্য, বিশেষ করে ইরানের জন্য বিশ্বব্যাপী উপযুক্ত আর্থিক ও যথাযথ বাস্তবায়ন পদ্ধতি তৈরি করা উচিত।

এই প্রতিবেদন অনুসারে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি অদূর ভবিষ্যতে তেহরান সফর করবেন বলে কথা রয়েছে।

ইরান শরণার্থীদের বিশ্বের অন্যতম প্রধান আশ্রয় দাতা দেশ এবং মার্কিন নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও, তাদের ব্যাপক পরিষেবা প্রদান করে।

জাতিসংঘের কর্মকর্তারা বারবার শরণার্থীদের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেবার জন্য তাদের প্রশংসা করেছেন। তারা জোর দিয়ে বলেছেন যে ইরান তার স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং সীমান্ত শরণার্থীদের জন্য খুলে দিয়েছে। এমনভাবে সুযোগ দিয়েছে যাতে শরণার্থীরা ইরানের জনগণের মতোই সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৮তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য জেনেভায় রয়েছেন। 'ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ'' স্লোগানের অধীনে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৮তম বার্ষিক বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্য, চিকিৎসা ও চিকিৎসা শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ওই সম্মেলনে যোগ দিয়েছেন। ১৯ মে থেকে ২৭ মে ২০২৫ ওই সম্মেলন চলবে।

সম্মেলনে, বিশ্বের অগ্রাধিকারপ্রাপ্ত স্বাস্থ্য সমস্যাগুলো নথি আকারে উত্থাপন করা হবে এবং সদস্যরা তা পর্যালোচনা করবে। এই সংস্থার সদস্য দেশগুলো প্রতিটি নথিতে তাদের মতামত প্রকাশ করবে।#

পার্সটুডে/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।