১২ দিনের ইসরায়েলি আগ্রাসনে ১০০ ইরানি ক্রীড়াবিদ শহীদ: উপ-মন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i150574-১২_দিনের_ইসরায়েলি_আগ্রাসনে_১০০_ইরানি_ক্রীড়াবিদ_শহীদ_উপ_মন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর ১২ দিনের আগ্রাসনে কমপক্ষে ১০০ জন ক্রীড়াবিদ শহীদ হয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২১, ২০২৫ ২০:৪৪ Asia/Dhaka
  • ১২ দিনের ইসরায়েলি আগ্রাসনে ১০০ ইরানি ক্রীড়াবিদ শহীদ: উপ-মন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর ১২ দিনের আগ্রাসনে কমপক্ষে ১০০ জন ক্রীড়াবিদ শহীদ হয়েছেন।

আজ (সোমবার) ইরানের ক্রীড়া ও যুব বিষয়ক উপ-মন্ত্রী মোহাম্মদ শেরভিন আসবাকিয়ান শহীদ ক্রীড়াবিদদের সংখ্যা হালনাগাদ করে এই তথ্য জানান।

এর আগে, চলতি মাসের শুরুতে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাইয়েদ গানি নাজারি নিহত ক্রীড়াবিদদের সংখ্যা ৬৮ জন বলে জানিয়েছিলেন।

সরকারি মুখপাত্র ফাতিমেহ মোহাজেরানি কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চাপিয়ে দেওয়া এই যুদ্ধে মোট ১,০৬২ জন মানুষ শহীদ হয়েছেন।

১৩ জুন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে আগ্রাসন চালায়। ওই হামলা বহু শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক মানুষ প্রাণ হারান।

এর এক সপ্তাহের বেশি সময় পর, যুক্তরাষ্ট্রও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়—যা ছিল জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর গুরুতর লঙ্ঘন।

২৪ জুন, ইরান সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইসরায়েলি শাসকগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র—উভয়ের বিরুদ্ধে জবাব দিয়ে অবৈধ হামলা বন্ধ করতে সক্ষম হয়।# 

পার্সটুডে/এমএআর/২১