পুঁজিবাজার এবং দেশীয় অর্থনীতির বিকাশ ঘটানোই সরকারের অগ্রাধিকার: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i154318-পুঁজিবাজার_এবং_দেশীয়_অর্থনীতির_বিকাশ_ঘটানোই_সরকারের_অগ্রাধিকার_পেজেশকিয়ান
পার্সটুডে - ইরানের প্রেসিডেন্ট দেশের অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টা কথা জানিয়েছেন।
(last modified 2025-11-23T12:24:37+00:00 )
নভেম্বর ২২, ২০২৫ ১৯:৫৭ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 

পার্সটুডে - ইরানের প্রেসিডেন্ট দেশের অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টা কথা জানিয়েছেন।

আজ শনিবার "স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, প্রবৃদ্ধি" শীর্ষক ইরানি পুঁজিবাজারের বার্ষিক সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনৈতিক নীতি সংস্কার, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের সহায়তার ওপর জোর দিয়ে বলেছেন, সরকার উৎপাদন ও বাণিজ্যের বাধা হ্রাস করছে।

সংকট কাটিয়ে ওঠার জন্য বাস্তব সমাধান খুঁজে বের করার জন্য বিনিয়োগকারী এবং উৎপাদকদের সাথে মাসিক বৈঠক আয়োজনের ওপর জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, '১০ শতাংশ সাশ্রয় করলে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ হাজার ব্যারেল তেল সাশ্রয় করা যেতে পারে।"; নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার শীতকালে জ্বালানি সরবরাহের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

অর্থনৈতিক কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং, "গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ" (GGI) এর ওপর জোর দিয়ে একই সাথে নিরাপত্তা এবং অর্থনীতির উন্নয়নের জন্য সাংহাই সহযোগিতা সংস্থার সক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয় বলেছেন যে রাশিয়া চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের ওপরও জোর দেয়।

লি কেকিয়াং সাংহাই সহযোগিতা সংস্থার সুবিধা গ্রহণ এবং উন্নয়ন ও নিরাপত্তার ওপর মনোযোগ দেওয়ার, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ডিজিটাল অর্থনীতির মতো প্রকল্পগুলোতে উদ্ভাবন ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন