পেজেশকিয়ান: সব ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী ওমান ও ইরান
https://parstoday.ir/bn/news/iran-i155966-পেজেশকিয়ান_সব_ক্ষেত্রে_সম্পর্ক_বৃদ্ধিতে_আগ্রহী_ওমান_ও_ইরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গভীর সাংস্কৃতিক ও রাজনৈতিক বন্ধনের কারণে ওমান ইরানের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলো বাস্তবায়ন এবং সব ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে ইরানের দৃঢ় ইচ্ছা ও সংকল্প রয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১১, ২০২৬ ১৫:৩৬ Asia/Dhaka
  • ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক
    ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গভীর সাংস্কৃতিক ও রাজনৈতিক বন্ধনের কারণে ওমান ইরানের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলো বাস্তবায়ন এবং সব ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে ইরানের দৃঢ় ইচ্ছা ও সংকল্প রয়েছে।

পার্সটুডে’র প্রতিবেদনে জানানো হয়েছে- ইরানের প্রেসিডেন্ট শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে সাক্ষাতে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়নকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন, ইরান সব মুসলিম দেশকে নিজের বন্ধু ও ভাই মনে করে এবং এসব দেশের সবার সঙ্গে সম্পর্ক জোরদারকে গুরুত্ব দেয়।

পেজেশকিয়ান বলেন, ইরান-ওমান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং তেহরান–মাস্কাট সম্পর্ক আরও বিস্তৃত করার জন্য পারস্পরিক বোঝাপড়া তৈরি করবে। তিনি জানান, ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও সব ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে ইরানের দৃঢ় সংকল্প রয়েছে।

প্রেসিডেন্ট তার বক্তব্যের আরেক অংশে সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং শান্তি, স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তা বিঘ্নিত করতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসাত্মক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারে বাধা দেওয়া এবং বিভেদ সৃষ্টি করা—যাতে তারা নিজেদের কুৎসিত লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে।

মার্কিনিদের ভণ্ডামিপূর্ণ আচরণের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, বিশ্ব দেখেছে যখন আলোচনা চলছিল, তখনই যুক্তরাষ্ট্র কীভাবে কূটনীতি ও সংলাপের ওপর আঘাত হেনেছে এবং আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের সম্পূর্ণ পরিপন্থী মানবতাবিরোধী অপরাধ করেছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ওমানের জন্য একটি কৌশলগত অংশীদার এবং এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মৌলিক স্তম্ভ, যা প্রায় সব আঞ্চলিক দেশের কাছেই স্পষ্ট, নিশ্চিত এবং সর্বসম্মত বিষয়।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন