ইরান দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে: পররাষ্ট্রমন্ত্রী
-
সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বলেছেন, জনগণের সমর্থন-সহযোগিতা এবং বুদ্ধি ও প্রজ্ঞার ভিত্তিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো বিদেশি হুমকির মোকাবেলায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আজ বৃহস্পতিবার টেলিফোনে পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এই ফোনালাপে ইরান–সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর জোর দেওয়া হয়।
আরাকচি আরও বলেন, ইরানে গত দুই সপ্তাহের ঘটনাবলী প্রসঙ্গে বলেন শান্তিপূর্ণ প্রতিবাদকে শত্রুরা সহিংসতায় রূপ দিয়েছে। তিনি আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বৈশ্বিক নিন্দার গুরুত্বের ওপর জোর দেন।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।