যুক্তরাষ্ট্রকে হুমকি, বাড়াবাড়ি ও অযুক্তির পথ পরিহার করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i156522-যুক্তরাষ্ট্রকে_হুমকি_বাড়াবাড়ি_ও_অযুক্তির_পথ_পরিহার_করতে_হবে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একদিকে আলোচনার কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে ইরানের চারপাশে সমরসজ্জা করা হচ্ছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে এই দু'টি বিষয় সবসময়ই একসঙ্গে ছিল। অর্থাৎ হুমকি এবং কূটনীতি একসাথে ছিল।
(last modified 2026-01-28T14:02:44+00:00 )
জানুয়ারি ২৮, ২০২৬ ১৮:৩২ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একদিকে আলোচনার কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে ইরানের চারপাশে সমরসজ্জা করা হচ্ছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে এই দু'টি বিষয় সবসময়ই একসঙ্গে ছিল। অর্থাৎ হুমকি এবং কূটনীতি একসাথে ছিল।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সর্বশেষ অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন,  সাম্প্রতিক দিনগুলোতে আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের কোনো যোগাযোগ হয়নি এবং আমাদের পক্ষ থেকেও আলোচনার কোনো অনুরোধ জানানো হয়নি।

পার্সটুডের প্রতিবেদনে তিনি আরও বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে। যারা সদিচ্ছার সঙ্গে কোনো ভূমিকা রাখতে চায় আমাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আমাদের পক্ষ থেকে কোনো অনুরোধও করা হয়নি।

তিনি বলেন, আমেরিকা যদি  সত্যিই আলোচনা চায়, তাহলে অবশ্যই হুমকি, বাড়াবাড়ি এবং অযৌক্তিক বিষয় উত্থাপন বন্ধ করতে হবে।

আরাকচি বলেন, আলোচনার নিজস্ব নীতিমালা রয়েছে। আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক সম্মান এবং পারস্পরিক স্বার্থের ওপর নির্ভর করে। কোনো এক পক্ষ যদি বলপ্রয়োগের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করতে চায়, তা গ্রহণযোগ্য নয় এবং সেটিকে কূটনীতি বলা যায় না।

ইরানের ওপর হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না বলে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো আঞ্চলিক আরব দেশগুলোর ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এসব দেশের রাষ্ট্রদূতরা এখানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্যে রয়েছে। আমি নিজেও বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি; মঙ্গলবার সন্ধ্যায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

আরাকচি আরও বলেন, পুরো অঞ্চলই এটা উপলব্ধি করছে যে, যেকোনো সামরিক হুমকি গোটা অঞ্চলের জন্য অস্থিতিশীলতা ডেকে আনবে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।