‘ইরানের পরমাণু সমৃদ্ধকরণ একদিনের জন্যও বন্ধ হয়নি’
https://parstoday.ir/bn/news/iran-i32141-ইরানের_পরমাণু_সমৃদ্ধকরণ_একদিনের_জন্যও_বন্ধ_হয়নি’
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই হওয়ার পর একদিনের জন্যও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ হয়নি বলে জানিয়েছেন উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ সমঝোতার অন্য পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে ইরান সমঝোতা পূর্ববর্তী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ০৭:১৫ Asia/Dhaka
  • উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই হওয়ার পর একদিনের জন্যও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ হয়নি বলে জানিয়েছেন উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ সমঝোতার অন্য পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে ইরান সমঝোতা পূর্ববর্তী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করবে।

জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের ১৬ জুলাই পরমাণু সমঝোতা সই করে ইরান যার বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালের ১৬ জানুয়ারি।

সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করতে সম্মত হয়।

আরাকচি মঙ্গলবার কোম নগরীতে এক সংবাদ সম্মেলনে আরো বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি মোটেও থেমে যায়নি বরং আগের চেয়ে বেশি সুশৃঙ্খল ও শক্তিশালীভাবে তা চলছে। 

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করায় তার দেশের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরানি জনগণের এই সাহসি ভূমিকার কারণে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে পশ্চিমারা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১