ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ২ সন্ত্রাসী নিহত আটক ৫
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত ও পাঁচ সন্ত্রাসী আটক হয়েছে। বুধবার রাতে দেশের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি এ তথ্য জানিয়ে বলেছেন, সিস্তান-বালুচিস্তান প্রদেশের চাবাহার শহরে বুধবারই এ অভিযান চালানো হয়।
অভিযানে সন্ত্রাসীদের হামলায় গোয়েন্দা মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছে বলে তিনি জানান। আলাভি বলেন, আটক পাঁচ সন্ত্রাসীর মধ্যে দু’জন প্রতিবেশী দেশের নাগরিক। ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশেও বুধবার সন্ত্রাসীদের একটি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
মন্ত্রী চাবাহারে নিহত সন্ত্রাসীদের পরিচয় না জানালেও একটি নির্ভরযোগ্য সূত্র বার্তা সংস্থা ইরনাকে বলেছে, নিহত ও আটক সন্ত্রাসীরা কথিত আনসার আল-ফুরকান জঙ্গি গোষ্ঠীর সদস্য। এসব সন্ত্রাসীর কাছ থেকে আত্মঘাতী পোশাক এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ইরানের রাজধানী তেহরানের দু’টি স্থানে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ১৭ জন শহীদ ও অন্তত ৫০ জন আহত হওয়ার পর জঙ্গিবিরোধী এসব অভিযান চালানো হলো। গত বুধবার ইরানের পার্লামেন্ট ভবন এবং ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)’র মাজারে ওই হামলাগুলো চালানো হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫