শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিশ্চিহ্ন হবে: ইরান
-
সা\'দ হারিরি\'র (সবার ডানে) সঙ্গে বৈঠকে আলী আকবর বেলায়েতি (ডান থেকে দ্বিতীয়)
আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও মধ্যপ্রাচ্যের সুনির্দিষ্ট কিছু দেশ এ অঞ্চলে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, মধ্যপ্রাচ্য থেকে এসব গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকরা উৎখাত হওয়ার পথে রয়েছে।
লেবানন সফররত ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি শুক্রবার বৈরুতে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী সা’দ হারিরির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, উগ্র সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্থিতিশীলতা, নিরাপত্তা ও জনগণের মধ্যে ঐক্য চায় না।
বেলায়েতি বলেন, মধ্যপ্রাচ্যে তৎপর সব সন্ত্রাসী ও তাকফিরি গোষ্ঠী অচিরেই এ অঞ্চল থেকে নিশ্চিহ্ণ হয়ে যাবে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, তার দেশ লেবাননে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়। প্রধানমন্ত্রী হারিরি ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে জোট সরকার গঠন করবেন বলে গতমাসে যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানান বেলায়েতি। তিনি বলেন, একটি ঐক্যমত্যের সরকার গঠন নিঃসন্দেহে লেবাননের জনগণের স্বার্থ রক্ষা করবে।
সাক্ষাতে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়া উগ্র ও তাকফিরি সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রতিরোধ সংগ্রামের বিকল্প নেই।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪