ইরানে ভূমিকম্প: উদ্ধার-হেলিকপ্টার মোতায়েন; শোক জানিয়েছেন পুতিন
https://parstoday.ir/bn/news/iran-i48388-ইরানে_ভূমিকম্প_উদ্ধার_হেলিকপ্টার_মোতায়েন_শোক_জানিয়েছেন_পুতিন
ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চলছে। এরইমধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি ও স্বাস্থ্যমন্ত্রী হাসান হাজিজাদেহ কেরমানশাহ প্রদেশে পৌঁছেছেন। তারা ব্যক্তিগতভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা দেখভাল করবেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৩, ২০১৭ ১৮:৩৫ Asia/Dhaka
  • আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হচ্ছে
    আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হচ্ছে

ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চলছে। এরইমধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি ও স্বাস্থ্যমন্ত্রী হাসান হাজিজাদেহ কেরমানশাহ প্রদেশে পৌঁছেছেন। তারা ব্যক্তিগতভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা দেখভাল করবেন।

এছাড়া, ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি কেরমানশাহ প্রদেশের সারপোলে জাহাব শহরে পৌঁছেছেন। তারা দুজন ইরানের সামরিক বাহিনীর উদ্ধার অভিযান পরিচালনা করবেন। সারপোলে জাহাব শহর এককভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারিও দুর্গত এলাকায় ছুটে গেছেন। এছাড়া, দুর্গত এলাকায় ১০০'র বেশি ডাক্তার পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা

ভূমিকম্প দুর্গত লোকজনকে সাহায্যের জন্য ইরানের দ্রুত উদ্ধারকারী দল অনুসন্ধানী কুকুর নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খুঁজে দেখা হচ্ছে ধ্বংস্তুপের নিচে জীবিত কেউ আছে কিনা। রাজধানী তেহরানের হাসপাতালগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে যাতে আহত লোকজনকে আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসাসেবা দেয়া যায়। আহত লোকজনকে দ্রুত হাসাপাতালে নিতে কমপক্ষে ৪৩টি অ্যাম্বুলেন্স, চারটি অ্যাম্বুলেন্স বাস এবং ১৩০ জন জরুরি টেকনিশিয়ানকে মেহরাবাদ বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, ইরানের বিমান বাহিনী আহত লোকজনকে দ্রুত হাসপাতালে আনার জন্য হেলিকপ্টার মোতায়েন করেছে। ইরানের স্বেচ্ছাসেবীরা আহত লোকজনের জন্য রক্ত সংগ্রহের চেষ্টা করছেন।

ইরানি রেড ক্রিসেন্টের উদ্ধার তৎপরতা

এদিকে, ইরানের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি, ইরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাইকেল ক্লর-বার্চটোল্ড, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ সমবেদনা জানিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩